প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 01:09 PM
Updated : 9 Oct 2019, 01:09 PM

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলীর মৌবাগ থেকে তাকে আটক করেছে বলে র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন র‌্যাব।

আটককৃত ইল্লাম শাহারিয়ার (৩৭) ঢাকার ক্যান্টনমেন্ট বারিধারা ডিওএইচএস এলাকার মো. সাদিক হাসানের ছেলে।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গাজীপুর কারাগারে প্রেরণ করেছেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মৌবাগ এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ইল্লাম শাহরিয়ারকে আটক করা হয়।

তিনি জানান, তার কাছ থেকে এসএসএফ ও প্রধানমন্ত্রী কার্যালয়েরসহ বিভিন্ন পরিচয়পত্র, সিল, প্রজ্ঞাপন, আদেশ পাতা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  

ইল্লাম একজন আইটি বিশেষজ্ঞ উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা জানান, তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানের পাশাপাশি তার ব্যবহৃত গাড়িতে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন স্টিকার, মনোগ্রাম, ওয়াকি-টকি সেটসহ এসএসএফ এর ব্যবহৃত পোশাক ও ক্যাপ ব্যবহার করে আসিতেছিল।

জিজ্ঞাসাবাদে ইল্লাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয় দিয়ে সরকারি কর্মকতা/কর্মচারীসহ লোকজনকে প্রতারণা করে ‘কোটি কোটি টাকা’ আত্মসাৎ করার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

তিন মাসের বিনাশ্রম সাজার পাশাপাশি প্রতারণার অপরাধে তার বিরুদ্ধে ‘নিয়মিত’ মামলা দায়ের করেছে র‌্যাব।