বিকাশের টাকা ছিনতাই চেষ্টা, আটক ৩

ঢাকার সাভারে বিকাশের ‘৪০ লাখ টাকা’ ছিনতাই চেষ্টায় জড়িত তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 12:31 PM
Updated : 9 Oct 2019, 12:31 PM

বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকার সাদেক ভূঁইয়ার মার্কেট থেকে তাদের আহত অবস্থায় আটক করে বলে পুলিশ জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েদ বলেন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি খেলনা পিস্তল ও দুইটি চাপাতি জব্দ করা হয়েছে।

“আহত অবস্থায় ছিনতাইকারীদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানায়, ভাদাইল এলাকার সাদের ভুঁইয়ার মার্কেটের রাজ্জাকের বিকাশের দোকানের সামনে বিকাশের একজন বিক্রয় প্রতিনিধির উপর হামলা করে তার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা।

“ওই বিক্রয় প্রতিনিধির চিৎকারে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।”

বিকাশের আশুলিয়ার জোনের সিনিয়র কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “বিকাশের সেলস অফিসার রাসেল আহমেদ বিভিন্ন এজেন্ট থেকে টাকা সংগ্রহ করে আমাদের আনসার সদস্যের কাছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল।

এ সময় ছিনতাইকারীরা হামলা চালায় উল্লেখ করে তিনি বলেন, “তবে ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি।”

রাসেলকে উদ্ধার করে তার হাতের আঙুল কেটে যাওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।