ফেনসিডিল রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে নাটোরে এক তরুণকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 11:02 AM
Updated : 9 Oct 2019, 11:02 AM

বুধবার দুপুরে নাটোরের বিশেষ ট্রাইবুন্যাল-৪ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন এ আদেশ দেন।

দণ্ডিত সুমন সর্দার (৩২) নাটোরের লালপুরের নবিনগর মধ্যপাড়ার আতর সর্দারের ছেলে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর নাটোরের লালপুরের নবিনগর মধ্যপাড়া থেকে সুমনকে ৭১ বোতল ফেনসিডিলসহ আটক করে র‌্যাব। পরে এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১০ অক্টোবর সুমনের ‍বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।