খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট

দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট করছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 06:34 AM
Updated : 9 Oct 2019, 06:34 AM

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চলবে বলে সংগঠনটির সভাপতি শেখ নূর ইসলাম জানান।

এই সময় পর্যন্ত খুলনা নগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের দশ জেলা ও ঢাকা বিভাগের গেহাপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদাররীপুর ও রাজবাড়িতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি। 

নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও মো. সাঈদের বিরুদ্ধে থানায় মামলা হয়।

“এই মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট করা হচ্ছে।”

এছাড়া তাদের এই আন্দোলনের সঙ্গে জ্বালানি তেল ব্যবসায়ী মালিক ও শ্রমিকদের আরও চারটি সংগঠন একাত্মতা প্রকাশ করেছেন বলে তিনি জানান।

খুলনা বিভাট্যাংক-লরি ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকছেদ আলী জানান, তারা ২৪ ঘণ্টা ধর্মঘট পালস করবেন। এর মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘট পালন করা হবে।

এদিকে ধর্মঘটের কারণে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চালকেরা।