নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের আলীগঞ্জে একটি স্টিল মিলে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 01:52 PM
Updated : 8 Oct 2019, 01:52 PM

চুল্লিতে ময়লা জমে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পুলিশের ভাষ্য, লোহা কাটার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, আলীগঞ্জের নিউ ঢাকা মর্নিং স্টিল মিলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিক হাবিব (৫০) সোহাগ (৩২) ও রহিমকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা প্রতিদিনের মতই কাজ করছিলেন। এ সময় লোহা কাটার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

“বিস্ফোরণের ফলে আগুনের কুণ্ডলি কয়েকজন শ্রমিকের ওপর এসে পড়ে। এতে তিন শ্রমিক গুরুতর দগ্ধ হন।”

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

বিস্ফোরণের কারণ সম্পর্কে কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, “চুল্লিতে ময়লা জমে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।”