চাঁদপুরে বজ্রপাতে এক পরিবারের ৪ জন নিহত

চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধিচাঁদপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 03:22 PM
Updated : 6 Oct 2019, 03:25 PM

সদর থানার এসআই পলাশ বড়ুয়া জানান, রোববার দুপুরে চাঁদপুর তিন নদীর মিলনস্থল শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার কচুয়া উপজেলার আন্দিরপাড় গ্রামের অহিদা বেগম (৬০), মেয়ে রেহেনা বেগম (৩২), নাতি সাব্বির (১০) ও নাতনি সামিয়া (৮)।

নিহত অহিদার মেয়ে শাহিদা বেগম বলেন, রেহেনা তার মা ও ছেলেমেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরে এসেছিলেন। ডাক্তার দেখানোর আগে তারা মেঘনা নদীতে নৌকায় ঘুরতে যান। বৃষ্টি শুরু হলে তারা নৌকা থেকে নেমে নদীতীরে গাছের ছায়ায় আশ্রয় নেন।

“এ সময় বৃষ্টিপাতের পাশাপাশি বিকট শব্দে কয়েকটি বজ্রপাত হয়। এতে চারজনই আহত হন। চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এসআই পলাশ বলেন, “স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের বাঁচানো যায়নি।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল বলেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসানোর চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান হাসপাতালে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন।

লাশ বাড়ি পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি পরিবারকে লাশ দাফনে সহযোগিতার জন্য ৩০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

মাদারীপুরে ‘বজ্রপাতে’ আরও একজন নিহত

মাদারীপুরে ‘বজ্রপাতে’ নিহত হয়েছেন বেল্লাল মোল্লা (৪৫) নামে এক কৃষক।

বেল্লাল সদর উপজেলার কুলপদ্ধী নৌকাঘাট এলাকার ইয়াসিন মোল্লার ছেলে।

বেল্লালের ভাতিজা এনামুল মোল্লা বলেন, “রোববার দুপুরে বৃষ্টি শুরু হলে বেল্লাল ঘরে ঢোকেন। বৃষ্টি থামার পরে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পাই। হাসাপাতলে নিয়ে গেলে ডাক্তার মৃত বলেন।”

মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক আবির মাহমুদ বলেন, “তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”