নাটোরে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু, বেসরকারি হাসপাতাল সিলগালা

নাটোরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 02:46 PM
Updated : 6 Oct 2019, 02:46 PM

রোববার বেলা ১২টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ।

ইউএনও জানান, ভোর ৪টার দিকে সুমাইয়া খাতুন (১৬) নামে এক কিশোরী ওই হাসপাতালে মারা যান। অভিযোগ পেয়ে তারা অভিযান চালান।

সুমাইয়া বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে বড়াইগ্রাম উপজেলার নগর ইউয়িনের তালশো গ্রামের রাহাবুল ইসলামের মেয়ে।

তার মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে স্বজনরা হামলা চালিয়ে ভাংচুর করেন।

ইউএনও পারভেজ বলেন, “হাসপাতালটির কোনো কাগজপত্র ঠিক নেই। আবাসিক মেডিকেল অফিসার নেই এবং পরীক্ষার যন্ত্রপাতি যথাযথ না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। হাসপাতালটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত সুমাইয়ার মা মোমেনা খাতুন বলেন, শনিবার সন্ধ্যায় সুমাইয়ার পেটে ব্যথা হলে তাকে ওই হাসপাতাল ভর্তি করা হয়। রাত ৮টার দিকে সামিরা তাবাচ্ছুম সাথী নামে একজন চিকিৎসক অস্ত্রোপচার করেন। পরে সুমাইয়ার মৃত্যু হয়।