ভোটের মাঠ সমান নয়: রিটা

রংপুর-৩ আসনে উপনির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 05:43 AM
Updated : 5 Oct 2019, 06:33 AM

শনিবার এই নির্বাচনের ভোটগ্রহণের মধ্যে সকালে রংপুর নগরীর বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের সময় এ অভিযোগ তোলেন ধানের শীষের প্রার্থী।

রিটা সাংবাদিকদের বলেন, “গতকাল রাতে সদর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরবেলা আবার আমরা সেগুলো পাঠিয়েছি।”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রিটা বলেন, “আমরা দেশের অন্যতম বৃহৎ একটি দল। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন, নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা পক্ষপাতিত্ব করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।”

ভোটার উপস্থিতি নিয়ে বিএনপির প্রার্থী বলেন, “নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত, তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। মানুষ ভোট দিতে আসছেন না।”

‘স্বাভাবিক পরিবেশ’ থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন বলেও জানান রিটা।

এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।

বিএনপি’র প্রার্থী রিটা রহমানের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ বলেন, “অন্য প্রার্থীরা তাদের পরাজয় বুঝতে পেয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।”

সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ

সকালে রংপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাদ বলেন, জয়ের বিষয়ে তিনি ‘শতভাগ আশাবাদী’।

“নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে। আমার বাবার মতো আমার সাথেও রংপুরের সাধারণ জনগণ আছে, সেহেতু আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনে উপনির্বাচন হচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। ফলে তাদের প্রার্থী নেই।

নানা নাটকীয়তার পর এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন। এরশাদের ভাতিজা  সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) প্রতীকে লড়ছেন।

রিটা কিংবা সাদ কেউই এই আসনের ভোটার নন।