ভোলায় জলদস্যু বাহিনীর প্রধান জাকির গ্রেপ্তার

মেঘনা নদীর জলদস্যু জাকির বাহিনীর প্রধান মো. জাকিরকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ভোলায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 07:32 AM
Updated : 4 Oct 2019, 08:30 AM

শুক্রবার ভোরে তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ।

জলদস্যু জাকির ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের টিটু হাওলাদারের ছেলে।

এ সময় তার কাছ থেকে ‘দুইটি একনলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম’ উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন মঈন উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাকিরের সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

“এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি এক নলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।”

জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জাকির ভোলার মেঘনা নদীর ‘কুখ্যাত জলদস্যু’। অনেক জেলে তার ভয়ে রাতে নদীতে মাছ শিকারে যেত না “