মেহেরপুরে ‘গোলাগুলি’, একজন নিহত

মেহেরপুরে ‘গোলাগুলি শব্দ শোনার পর’ এক যুবকের লাশ উদ্ধার করেছে বলে পুলিশের ভাষ্য।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 05:50 AM
Updated : 4 Oct 2019, 06:14 AM

বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগান থেকে ইসমাইল হোসেন বাক্কার (৩২) লাশ উদ্ধার করা হয়।

ইসমাইলকে একজন ‘সন্ত্রাসী’ হিসেবে ঘটনাস্থলে এলাকাবাসী চিহ্নিত করে বলে জানান সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্য এস আই আব্বাস আলী।

নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

স্থানীয় সাংবাদিকদের ধারণকৃত এক ফুটেজে দেখা যায়-ইঞ্জিনচালিত দেশে তৈরি এক ভ্যানে করে পলিথিনে মোড়ানো অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হয় তাকে। একজনকে পলিথিনের মোড়ক সরাতেও দেখা যায়। এরপর হাসপাতালের বাইরে ভ্যানের উপরেই চিকিৎসককে ইসমাইলকে পরীক্ষা করতে দেখা যায় ভিডিওতে।

এস আই আব্বাস জানান, নতুন দরবেশপুর এলাকায় ‘গোলাগুলির শব্দ শুনে’ সেখানে অভিযানে যান তারা।

“পরে এক আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। ”

সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা উল্লেখ করে তিনি বলেন, “ঘটনাস্থলে এলাকাবাসী তার পরিচয় নিশ্চিত করে সে সন্তাসী বলে জানায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে-‘সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের’ কারণে এ ঘটনা ঘটেছে।