আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 04:31 AM
Updated : 4 Oct 2019, 06:46 AM

সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে আখাউড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে বলে আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান।

তিনি বলেন, “জালালাবাদ এক্সপ্রেসের দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গেলে ট্রেনটির পেছনের দিকের চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

এ দুর্ঘটনায় লাইন আটকে যাওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে বগি সরিয়ে লাইন ঠিক করতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে বলে ধারণা করছেন রেলকর্মীরা। 

আখাউড়ার স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান বলেন, “সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ আপাতত বন্ধ থাকলেও শিডিউলে প্রভাব পড়বে না, কারণ ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন নেই।”