ট্রেনে কাটা পড়ে ফেনীতে চানাচুর বিক্রেতার মৃত্যু

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক চানাচুর বিক্রেতা নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 03:57 AM
Updated : 4 Oct 2019, 04:38 AM

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহীপুর নাজির রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবির হোসেন (৪৫) জানাতের পারলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহীপুর নাজির রোড সংলগ্ন এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন লাইনে উপর বসেছিলেন।

এ সময় এক লাইনে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন এবং অপর লাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুর্বণা এক্সপ্রেস ট্রেন ফেনী ক্রস করছিল।

এক পর্যায়ে ‘উভয় ট্রেনের মাঝে’ কাটা পড়ে কবির হোসেনের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আড়াইশ’ শয্যা জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।