ভেজাল খাদ্য: বরিশালে বনফুলকে জরিমানা

ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার অভিযোগে বরিশালে মিষ্টির দোকান `বনফুল’কে জরিমানা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 10:40 AM
Updated : 3 Oct 2019, 10:40 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর বটতলা এলাকায় অভিযানের সময় বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী হাকিম রাসেল ইকবাল জানান, বনফুল নামের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশ্রিত পণ্য তৈরির প্রমান পাওয়া যায়।

“এছাড়াও ওই দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্যের মজুদও রয়েছে। তাই বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পেঁয়াজের মূল্য যাচাই বাজারে অভিযান চালানোর কথা জানিয়ে তিনি বলেন, “কেউ অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”

সম্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশে পেঁয়াজের দাম ব্যাপক হারে বৃদ্ধি পায়। তা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বরিশালে বৃহস্পতিবার জরিমান শিকার মিষ্টির দোকান ‘বনফুল’ দেশের এক খ্যাতনামা ব্র্যান্ড।