ব্যাটারি রিকশার বৈধতার দাবিতে বরিশালে ‘আমরণ অনশন’

বরিশাল শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের বৈধতার দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছে শ্রমকিরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 09:54 AM
Updated : 3 Oct 2019, 09:54 AM

গতদিন থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শুরু হওয়া এই অনশন কর্মসূচি প্রসঙ্গে বৃহস্পতিবার ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের সভাপতি শাহজাহান মিস্ত্রী জানান, অনশনে দুই দিনে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

“এর মধ্যে তিনজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে “

অনশনে শ্রমিকদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

গত ২৯ অগাস্ট বরিশাল শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। আটক করে নিয়ে যায় অনুমোদনহীন অনেক রিকশা।

এরপর থেকে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের ব্যানারে দুই দফা দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শ্রমিকরা।

তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে-প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিকশা চলাচলে অনুমতি প্রদান এবং আটককৃত রিকশার ব্যাটারি ও মটর শ্রমিকদের ফিরিয়ে দেওয়া।

সিটি কর্পোরেশন থেকে মৌখিক অনুমতি নিয়ে কয়েকশ’ শ্রমিকনগরীতে ব্যাটারি রিকশা চালাচ্ছিলেন উল্লেখ রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও সমাজতান্ত্রিক দল বাসদের জেলার সদস্য সচিব মনীষা চক্রবর্তী ডা. মনীষা চক্রবর্তী বলেন, “কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই গত ২৯ অগাস্ট থেকে রিকশা আটক করে নিয়ে যায় ট্রাফিক পুলিশ।

তিনি দাবি করেন- এসব রিকশা থেকে খুলে নেওয়া ব্যাটারি ও মটরের আনুমানিক মূল্য দেড় থেকে ২ কোটি টাকা।

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক নেতারা।