খুলনায় পেঁয়াজের দামে লাগাম টানতে ভ্রাম্যমাণ আদালত

খুলনায় পেঁয়াজের দামে লাগাম টানতে ভ্রাম্যমাণ আদালত চার বিক্রেতাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 09:09 AM
Updated : 3 Oct 2019, 09:09 AM

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের কদমতলা স্টেশন রোডের পাইকারি ও খুচরা সন্ধ্যাবাজারে এ অভিযান চালানো হয়।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী বলেন, প্রথমে কদমতলা স্টেশন রোডে মেসার্স বাগদাদ ট্রেডিংয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। সেখানে পাইকারিতে প্রতি কেজি ৬৭ টাকা দরে কিনে ৮০ টাকায় বিক্রির সত্যতা মেলে।

“অতিরিক্ত মুনাফা লাভের অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দেওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।”

এরপর ময়লাপোতা খুচরা বাজারে অভিযান চালানো হয়।

ইউসুফ আলী বলেন, “সেখানে খুচরা বিক্রেতারা ৮০ টাকায় পেঁয়াজ কিনে বিক্রি করছেন ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। কেউ কেউ পাইকারিতে কেজিতে ৭৬ টাকায় কিনে খুচরা বিক্রেতাদের কাছে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করছিলেন। সেখানে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

এই তিন বিক্রেতার হলেন কৃষ্ণকান্ত বাইনের ছেলে পরিতোষ বাইন, আজিজের ছেলে আবদুর রব ও আব্দুল খায়েরের ছেলে ইখতিয়ার।

অভিযানের পর পেঁয়াজের দাম ৬০ টাকায় নেমে এসেছে বলে তিনি জানান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “খুলনা শহরে কঠোরভাবে বাজার তদারক করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় ক্রেতাসাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।”

পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।