গাইবান্ধায় ‘হত্যার পর স্ত্রীর লাশ পেড়ানোর’ অভিযোগ

গাইবান্ধায় এক গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 06:10 AM
Updated : 3 Oct 2019, 07:04 AM

নিহত গৃহবধূ সেলিনা বেগম (৪৫) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের চিতুলিয়া গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, এ ঘটনায় রাতেই নিহতের বাবা সাঘাটা থানায় ময়নালকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

“পুলিশ ঘাতক স্বামীকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।”

এর আগে বুধবার সন্ধ্যায় চিতুলিয়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করে উল্লেখ করে সাঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, এক বেসরকারি উন্নয়ণ সংস্থা থেকে ঋণ নেওয়া টাকার সাপ্তাহিক কিস্তি প্রদান নিয়ে বুধবার সকালে ওই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়।

বিকালে তাদের শোবার ঘরে প্রতিবেশীরা সেলিনার পোড়া লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতিবেশীরা ধারণা করছে শ্বাসরোধ করে হত্যার পর লাশে আগুন দিয়ে পালিয়েছে ময়নাল।

তবে এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়নালকে আটক ও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।