হেলমেট ছাড়া বাইকে, জরিমানা গুণলেন ক্রিকেটার তাইজুল

হেলমেট না পরে মোটরসাইকেল চালিয়ে জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম ২০০ টাকা জরিমানা দিয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 06:19 PM
Updated : 3 Oct 2019, 03:00 AM

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ বুধবার বিকালে এই জরিমানা আদায় করেছে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বলেন, বিকালে থানার মোড়ে পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। এ সময় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছলে পুলিশ তাকে থামিয়ে দেয়।

“তার মাথায় হেলমেট না থাকায় পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তাকে ২০০ টাকা জরিমানা করেন। তিনি জরিমানার টাকা পরিশোধ করে তিনি সেখান থেকে চলে যান।”

পরে তাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি নাটোর শহরের নিজ বাড়ি থেকে নলডাঙ্গা ঘুরতে যাচ্ছিলেন। ভুলবশত হেলমেট বাড়িতে রেখেই মোটরসাইকেল চলাচ্ছিলেন। এ কারণে তাকে পুলিশ ২০০ টাকা জরিমানা করেছে। তিনি তা পরিশোধ করে দিয়েছেন।

ওসি শফিকুর রহমানেআরও বলেন, আইনের বিধান মানতেই তাইজুল ইসলামকে জরিমানা করা হয়েছে। তিনি সবার কাছে জনপ্রিয় মানুষ হলেও আইনের দৃষ্টিতে সবাই সমান। তাই তার প্রতি সম্মান বজায় রেখেই নূন্যতম জরিমানা করা হয়েছে।