বান্দরবানে বন্যহাতির আক্রমণে একজন নিহত

বান্দরবানে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 05:02 PM
Updated : 2 Oct 2019, 05:02 PM

বুধবার বিকালে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের কাইছতলী তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুর রহমান সুয়ালক ইউনিয়নের কাইছতলী তুলাতলী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, আব্দুর রহমান কাইছতলী ইউনিয়নের উমব্রু পাড়ায় বাঁশ কাটতে যান বিকালে। সেখানে একপাল বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

২ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমান বন থেকে বাঁশ কেটে বিক্রি করে সংসার চালান। তুলাতলীর ভেতরে উমব্রুপাড়া এলাকায় বাঁশ কাটতে গিয়ে একপাল বন্যহাতির আক্রমণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, সুয়ালকে একসময় বন্যহাতির অভয়ারণ্য ছিল। এখন বনজঙ্গল ধ্বংস হওয়ায় হাতিদের খাবার সঙ্কট ও তাদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খাবারের খোঁজে অনেক সময় লোকালয়ে চলে আসে।