বগুড়ায় ‘চাকরির নামে প্রতারণা’, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 01:33 PM
Updated : 2 Oct 2019, 01:33 PM

বুধবার ধুনট উপজেলা সদরের চরধুনট থেকে পুলিশ সুলতান মাহমুদকে (৩৬) গ্রেপ্তার করেছে।

সুলতান মাহমুদ ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ধুনট সদরপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। 

প্রতারণার শিকার বগুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কোয়েল ইসলাম বলেন, “সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবের নাতনি জামাই পরিচয় দিয়ে সুলতান মাহমুদ আমার মেয়ের জামাইকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে তিন বছর আগে আমার কাছ থেকে নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন।”

কোয়েল আরও বলেন, প্রমাণ হিসেবে তার ধুনট রূপালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাবের (নম্বর-১৩৬) একটি চেক দেন। কিন্তু চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে দীর্ঘদিন ধরে বিভিন্ন তালবাহানা করছেন তিনি।

“এদিকে তার ব্যবহৃত ফোন বন্ধ থাকায় পাওনা টাকার জন্য তার নিজ বাড়ি ও শ্বশুরবাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি।”

একইভাবে তিনি অনেকের কাছ থেকে বিভিন্ন পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছন বলে অভিযোগ উঠেছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সুলতান মাহমুদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“তবে বিভিন্ন জন মৌখিকভাবে বলছে অনেক লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।”