ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে ৯ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ, সড়ক অবরোধ

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে নয় মাস ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 11:06 AM
Updated : 2 Oct 2019, 11:06 AM

তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার জন্য তাদের কলেজে অচলাবস্থা তৈরি হয়েছে।

কলেজের অধ্যক্ষ অমলেন্দু ঘোষ জানান, কলেজটি আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দেয়নি বলে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

তবে অনাপত্তিপত্র কেন পাওয়া যায়নি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষাথীরা বুধবার সকাল ৯টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত সদর উপজেলার হলিধানী এলাকায় কলেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে রাখে। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সকল প্রকার যানবাহন। ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।

পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষাণা দেন।

অধ্যক্ষ অমলেন্দু বলেন, অচলাবস্থা নিরসনের জন্য কলেজের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। জেলা প্রশাসনও চেষ্টা করছে বলে তিনি জানান।