ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর

সাত দিনের মধ্যে ছয় দিনই ছুটির ফাঁদে পড়ে আমাদনি-রপ্তানি বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 09:29 AM
Updated : 2 Oct 2019, 09:29 AM

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তি উপলক্ষে বুধবার ভারতে সরকারি ছুটি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার পণ্য আনা-নেওয়ার জন্য বন্দর খোলা থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্গা পূজার ছুটি থাকায় এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন।

‘অহিংস’ পথে ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃত মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি ‘মহাত্মা গান্ধী’ নামে বিশ্বে পরিচিতি পান। ভারতের জাতির জনক হিসেবে বিবেচিত গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসে নামে এক উগ্র হিন্দুত্ববাদী গুলি করে হত্যা করে। তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন।

দুর্গা পূজা বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান হওয়ার এ সময়ে দুই বাংলায় উৎসবে মেতে ওঠে মানুষজন।

রাজীব উদ্দিন জানান এ ছয়দিন দেশের এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতে মাছসহ সব ধরণের পণ্য আমদানি- রপ্তানী বন্ধ থাকবে।

“তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”

৯ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।