নীলফামারীতে ফেনসিডিলসহ আটক ২

নীলফামারীতে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 07:55 AM
Updated : 2 Oct 2019, 07:55 AM

সৈয়দপুর থানার পরির্দশক শাহজাহান পাশা জানান, আটককৃতদের বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন সদর উপজেলার রামনগর ইউনিয়নের দানার উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও জলঢাকা উপজেলার আরাজি কাঁঠালী বালাপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলীম (২৬)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর পৌরশহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরির্দশক শাহজাহান বলেন, গোপন খবর পেয়ে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালালে তাদের ব্যাগে ২৬ বোতল ফেন্সিডিল মেলে।

“তারা চোরাই পথে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক এনে নীলফামারীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই সৈয়দপুর থানায় মামলা দায়েরের পর বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।