জয়পুরহাটে চলন্ত ট্রেনে গরম পানি নিক্ষেপ, চালক আহত

জয়পুরহাটে চলন্ত একটি আন্তঃনগর ট্রেনে গরম পানি নিক্ষেপ করায় চালক আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 05:58 PM
Updated : 1 Oct 2019, 05:58 PM

জয়পুরহাট স্টেশনের অদূরে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

আহত ট্রেন চালক শহিদুল ইসলামকে দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সময় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটলেও এর আগে কোথাও গরম পানি মারার ঘটনার কথা শোনা যায়নি।

জয়পুরহাট রেল স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীল সাগার আন্তঃনগর ট্রেন জয়পুরহাটে যাত্রাবিরতির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশন ছেড়ে যায়। 

“ট্রেনটি শহর অতিক্রম করার সময় স্টেশনের অদূরে হকার্স মাকের্ট এলাকায় আসা মাত্র ট্রেন লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তি। এতে ট্রেন চালক শহিদুল ইসলাম আহত হন।” 

হাবিবুর রহমান বলেন, এ সময় তার পাশে থাকা দ্বিতীয় চালক চলন্ত ট্রেনটি বন্ধ করে আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ওই ট্রেনেই পাবর্তীপুর রেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যান। এ কারণে নীল সাগর ট্রেন জয়পুরহাটে প্রায় ২৫ মিনিট আটকে থাকে।

তিনি জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় চা বিক্রেতা বিপ্লব সাহাকে আটক করেছে জিআরপি পুলিশ। বিপ্লব সাহা জেলা শহরের শান্তিনগর এলাকার হরিপদ সাহার ছেলে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান স্টেশন মাস্টার।