খুলনায় আ. লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল

খুলনায় স্থানীয় একটি আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 11:57 AM
Updated : 1 Oct 2019, 11:57 AM

খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণ হয়। তবে কার্যালয়ের চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ কমিশনার লুৎফুল কবীর বলেন, বিস্ফোরিত বোমাটি টাইম বোমা বা রিমোট কন্ট্রোল বোমা ছিল কিনা তা বোমা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। প্রকৃতপক্ষে কারা কী উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।