নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, গুলিবিদ্ধ ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই চেয়ারম্যান অক্ষত আছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 06:02 PM
Updated : 29 Sept 2019, 06:02 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাজারের পান বিক্রেতা ইব্রাহিম এবং পথচারী কামাল ও মমিন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এসেই দোকানে থাকা চেয়ারম্যান আনিছুর রহমানকে গালাগাল দেয় এবং গুলি শুরু করে। কিন্তু গুলি চেয়ারম্যানের গায়ে লাগেনি।

আহত একজন

চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানের সামনের একটি ছোট্ট পান বিক্রেতা ও দুইজন পথচারীর গায়ে লাগে। পরে চারদিক থেকে লোকজন বের হলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খোঁজ বের করার চেষ্টাও করছে। একই সঙ্গে গুলিবিদ্ধদের লিখিত অভিযোগ দেওয়ার জন্যও বলা হয়েছে।