বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ রাজশাহীতে

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে বৃষ্টির কারণ দেখিয়ে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 11:53 AM
Updated : 29 Sept 2019, 11:53 AM

রোববার সকাল থেকে জেলার সব অভ্যন্তরীণ রুটে শ্রমিকরা বাস চলাচল রাখে।  তবে দূরপাল্লার বাস চলছে।

তবে বিএনপির দাবি, তাদের রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে প্রশাসনের নির্দেশে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার বিকালে বিএনপির এ সমাবেশ হওয়ার নির্ধারণ করা আছে।

রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রথম থেকেই পাঁয়তারা চলছিল। গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয় নগর পুলিশকে। কিন্তু আগের দিন বিকালে সড়কে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আবার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস বন্ধ করে দেওয়া হয়েছে।”

রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন রবি বলেন, “বৃষ্টির কারণে সকাল থেকে বাস বন্ধ করা হয়েছে। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে। বিএনপির সমাবেশের সঙ্গে বাস বন্ধের কোনো সম্পর্ক নেই।”

এদিকে, সমাবেশ উপলক্ষে রাজশাহী মাদ্রাসা মাঠের পূর্বপাশের সড়কে মঞ্চ নির্মাণ করা হয়েছে। শনিবার রাত থেকে সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। দুপুর পর্যন্ত সেখানে কয়েকজন নেতা ও প্রশাসনের লোকজন ছাড়াও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। সকাল থেকে বৃষ্টির কারণে নেতাকর্মীরা সেখানে আসতে পারেননি বলে জানিয়েছেন তারা।