সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 10:55 AM
Updated : 29 Sept 2019, 10:55 AM

রোববার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই মৃত্যুদণ্ডের রায় দেন এবং আসামিকে এক লাখ টাকার জরিমানও করেন।

সাজাপ্রাপ্ত রাশিদুল ইসলাম (৩২) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মামলার বরাদ দিয়ে অতিরিক্ত পিপি আনোয়ার পারভেজ লিমন জানান, ২০০৯ সালে পোতাজিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে রাশিদুল ইসলামের সাথে একই উপজেলার আন্দারকোটা পাড়ার আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে রাশিদুল তার স্ত্রী সালমাকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এ অবস্থায় সালমা নয় মাসের গর্ভবতী হলে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

২০১১ সালের ২৩ জানুয়ারী রাতে রাশিদুল তার শ্বশুরবাড়িতে এসে বেড়ানোর কথা বলে স্ত্রীকে বাইরে নিয়ে যান উল্লেখ করে তিনি বলেন, “এরপর শ্বশুর বাড়ির কাছে তারিকুল ইসলামের বাঁশঝাড়ে নিয়ে মারপিট এবং শ্বাসরোধে সালমাকে হত্যা করে।”

খোঁজখুঁজি করে সেদিন রাত সাড়ে ১২টার দিকে পাশের ডোবার কাছ থেকে সালমার লাশ উদ্ধার করে স্বজনরা।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।