ফরিদপুরে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদ

ফরিদপুর শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজারের ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ ব্যবসায়ীরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 09:22 AM
Updated : 29 Sept 2019, 09:22 AM

রোববার দুপুরের শহরের মুজিব সড়কে (বাজার সংলগ্ন) এ কর্মসূচিতে কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান পিকুর সঙ্গে অপর ব্যবসায়ী নূরুল ইসলামের ব্যবসায়ীক লেনদেন নিয়ে সালিশি বৈঠকে চলাকালে দুষ্কৃতিকারীরা হামলা করলে উভয় পক্ষে মধ্যে সংর্ঘষ বাধে। এতে পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানবন্ধনকালে বক্তরা বলেন, হাজী শরীয়াতুল্লাহ বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

হাজী শরীয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি এমএম মুশা, আবুল হোসের হাওলাদার প্রমুখ এ সময় বক্তব্য দেন।

এ প্রসঙ্গে ফরিদপুর কোতয়ালী থানার এসআই মো. বেলাল হুসাইন জানান, হামলার ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।