ভূমি অফিসে হয়রানি বন্ধের আহ্বান: লক্ষ্মীপুরে সেমিনারে বক্তারা

ভূমি ব্যবস্থাপনা সেবা গ্রহীতারা যেন কোনো হয়রানির স্বীকার না হন সেদিকে দৃষ্টি দিতে কর্মীদের প্রতি লক্ষ্মীপুরে এক সেমিনারে আহ্বান জানানো হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 10:30 AM
Updated : 28 Sept 2019, 04:59 PM

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে ‘স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বক্তারা ভূমি অফিসের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানান।

এ বিষয়ে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, প্রবাসী যাদের রেমিটেন্সে দেশ আজ এই পর্যায়ে এসেছে, তাদের বেলায় মেট্রোপলিটন শহর এলাকায় নয় কার্যদিবস এবং অন্য এলাকায় ১২ র্কাযদিবসের মধ্যে নাম জারি করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী।

এতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারিএ এস এম কামরুজ্জামান, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ ও পৌরসভার মেয়র আবু তাহের।