নরসিংদীতে ল্যাপারোস্কপি কর্মশালা ২৯ সেপ্টেম্বর

নরসিংদীতে প্রথমবারের মত হতে যাচ্ছে অ্যাডভান্সড গাইনোকলোজিক্যাল ল্যাপারোস্কপি বিষয়ক কর্মশালা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 04:03 PM
Updated : 27 Sept 2019, 04:03 PM

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নরসিংদী শাখার উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর নরসিংদীর ১০০ শয্যার জেলা হাসপাতালে এই কর্মশালা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

শুক্রবার নরসিংদীর মিতা নার্সিং হোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন বিএমএ নরসিংদী শাখার সাধারণ সম্পাদক ডা. মো. সাজেদুল হক।

ভারতের গাইনোকলোজিক্যাল  ল্যাপারোস্কপিক সার্জন ডা. গজানন পাটিল, বিএমএ নরসিংদী শাখার সভাপতি ডা. মো. মোজাম্মেল হক কমল, বিএমএর প্রাক্তন সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগীর, নরসিংদী সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. অসীম কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক টি এ চৌধুরী। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, গাইনোকলজিক্যাল অ্যান্ডোসকপি সোসাইটি অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন, ১০০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শীতল চৌধুরী।

কর্মশালায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের গাইনোকলজিক্যাল ল্যাপারাস্কপিক সার্জন ডা. গঙ্গানন পাটিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববারের এই কর্মশালায় যোগ দেবেন। গাইনী চিকিৎসকদের সেখানে আধুনিক ল্যাপারাস্কপি পদ্ধতিতে জরায়ু ও ডিম্বথলির বিভিন্ন অস্ত্রোপচারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।