নাফ নদীর তীরে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘রোহিঙ্গা’ নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে বিজিবির গুলিতে সন্দেহভাজন দুই মাদক পাচারকারী নিহত হয়েছে, যারা মিয়ানমারের রোহিঙ্গা বলে সীমান্তরক্ষীদের ধারণা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 06:21 AM
Updated : 27 Sept 2019, 06:43 AM

শুক্রবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খানের ভাষ্য।

নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করার কথা জানালেও তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বিজিবি কর্মকর্তার। 

বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার দিক থেকে একটি নৌকা ৪/৫ জন মাদক পাচারকারী ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। নৌকাটি নদীর কিনারায় এলে বিজিবির টহল দলের সদস্যরা থামার নির্দেশ দেয়।

“এ সময় নৌকা থেকে তীরে লাফ দিয়ে দুইজন পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে মাদক পাচারকারীরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়।

“এক পর্যায়ে নৌকায় থাকা পাচারকারীরা গুলি ছুড়তে ছুড়তে জলসীমার শূন্যরেখার ওপারে চলে যায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন। কক্সবাজারে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে বিজিবি কর্মকর্তা ফয়সল জানান।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা, একটি বন্দুক, দুটি গুলি ও একটি কিরিচ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।