পটুয়াখালীতে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীতে সংঘর্ষে এক কৃষক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 05:58 AM
Updated : 27 Sept 2019, 06:17 AM

শুক্রবার ভোর ৫টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

নিহত আব্বাস খলিফা (২৭) ওই এলাকার জোনাব আলীর ছেলে।    

আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করার কথা পুলিশ জানালেও তাৎক্ষনিকতাদের তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে জোনাব আলীর সঙ্গে তার ভাইয়ের ছেলে শামিম খলিফার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ওই বিরোধীয় জমিতে আব্বাস খলিফা ঘর তুলে থাকতেন। সকালে শামিম দেশীয় অস্ত্রশস্ত্র ও তার লোকজন নিয়ে ওই ঘর দখল করতে যায়।

“এ সময় আব্বাস তাদের বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় আব্বাসের স্বজনরা এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে আব্বাসকে উদ্ধার করে উপজেলা হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। “

ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে শামিম খলিফার অনুসারী সুমন মিয়া, বেল্লাল গাজী ও লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলেন ওসি।