ময়মনসিংহে মাদকের আসামি বন্দুকযুদ্ধে নিহত

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে মাদক আইনের ১৩টি মামলা রয়েছে থানায়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 04:09 AM
Updated : 27 Sept 2019, 04:09 AM

বৃহস্পতিবার মধ্যরাতে তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দের ভাষ্য।

নিহত আব্দুল করিম (৪৫) তারাকান্দা উপজেলার নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে।

ওসি শাহ কামাল বলেন, ওই এলাকায় মাদকবিক্রেতাদের অবস্থান করার খবরে পুলিশ সেখানে অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল করিমকে পাওয়া যায়।”

করিমকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, করিমের বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মামলা মাদক আইনের।

এ অভিযানে একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।