গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ধাওয়া

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আদিব ডাইং নামে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 12:33 PM
Updated : 26 Sept 2019, 12:33 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনার সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে তা নিয়ন্ত্রণে আনতে এই শেল নিক্ষেপ করার সময় ধাওয়া দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়েছে।

কারখানার শ্রমিকদের অভিযোগ, অগাস্ট ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেননি। ওভার টাইমের পাওনাও পরিশোধ করা হয়নি। এতে বাসা ভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে তারা বিপাকে পড়েছেন।

কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই শ্রমিকদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী।