খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা দেখাচ্ছেন: কাদের

নিজেদের ঘর থেকেই দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 08:38 AM
Updated : 26 Sept 2019, 08:52 AM

বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের মাদক ও জুয়া বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে।

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের ভেতর ছিল জুয়ার সব আয়োজন। ছবি:আব্দুল্লাহ আল মমীন

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের ভেতর ছিল জুয়ার সব আয়োজন। ছবি:আব্দুল্লাহ আল মমীন

সম্প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের এক বৈঠকে সহযোগী সংগঠন যুবলীগের নেতাদের নানা কাণ্ডের সমালোচনা করেন।

এরপর যুবলীগ নেতাদের ৬০টি জুয়ার আখড়া বা ক্যাসিনো চালানোর খবর আসে কয়েকটি সংবাদপত্রে। গত  ১৮ সেপ্টেম্বর তা প্রকাশিত হওয়ার পর চারটি ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়।

ঢাকার মতিঝিলে এসব ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো পাওয়ার কথা জানায় র‌্যাব। এগুলোর সঙ্গে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগের জড়িত থাকার তথ্যও প্রকাশ পায়।

আরামবাগ ক্রীড়া সংঘে পাওয়া ক্যাসিনোর সরঞ্জাম

সেদিন ক্লাবগুলো থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানে ১৮২ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় সেদিন। যুবলীগের কয়েকজন নেতাও গ্রেপ্তার করা হন।

এরপর প্রতিদিনই জুয়ার আখড়া ও এর সরঞ্জাম উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃংখলারক্ষা বাহিনী।

দিলকুশা স্পোর্টিং ক্লাবের ক্যাসিনো

পুলিশের অভিযানে মতিঝিলের ভিক্টোরিয়া ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিএনপির আমলে দেশে টেন্ডারবাজি, দুর্নীতি, চাদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু কথা উল্লেখ করে সিলেটে সেতুমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেইনি।

“আওয়ামী লীগ সরকার সেটি করে দেখাচ্ছে সেজন্য বিএনপির উচিত সরকারের প্রতি সমর্থন দেওয়া।”

বৃহস্পতিবার বিকেলে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের স্মরণে শোকসভায় যোগ দিতে তিনি সিলেট সফরে এসেছেন।

পুলিশের অভিযানে মতিঝিলের ভিক্টোরিয়া ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মতিঝিলের দিলকুশা স্পোর্টিং ক্লাবের ভেতরে জুয়া খেলার এই সব আয়োজন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

সেই সাথে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিন হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতও করেন তিনি।