ফেনীতে হাসপাতালের বারান্দা থেকে নবজাতক উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার বারান্দার মেঝে থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 06:06 AM
Updated : 26 Sept 2019, 06:07 AM

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম জানান, বুধবার মধ্যরাতে খাদিজা নামে হাসপাতালের এক সেবিকা শিশুটিকে উদ্ধার করে।  

“খাদিরা প্রথমে শিশুর কান্নার শব্দ শুনে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাসপাতালের নিচতলার বারান্দার একটি সিটের নিচে কাঁথা মোড়ানো অবস্থায় নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করেন।”

নুরুল আলম বলেন, রাতেই শিশুটিকে রাতেই ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কারা কখন কিভাবে শিশুটিকে হাসপাতালে রেখে গেছে তা তদন্ত করা হচ্ছে।

ফেনী জেনারলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের পাটোয়ারী বলেন, শিশুটি সুস্থ্ রয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ আপাতত শিশুটির দেখভাল করছে।