জলবায়ু পরিবর্তন: ক্ষতিপূরণের দাবিতে পিরোজপুরে ‘স্ট্রাইক’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে পিরোজপুরে এক অনুষ্ঠান থেকে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 08:23 AM
Updated : 25 Sept 2019, 08:23 AM

‘বৈশ্বিক জলবায়ু সপ্তাহ’ উপলক্ষে বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়ক বন্ধ করে ক্ষতিপূরণের এই ন্যায্যতার দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক‘ কর্মসূচি ইউনিসেফের সহযোগিতায় আটটি বেসরকারি সংস্থা আয়োজন করে।

‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ’ এর মানববন্ধন ও সমাবেশে ‘সুশাসনের জন্য প্রচার অভিযান’ (সুপ্র) এর সাধারণ সম্পাদক মাইনুল আহসান মুন্না বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোঠায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে।

ইউনিসেফ বরিশালের ক্লাইমেট চেইঞ্জ ফোকাল পার্সন আসিফ চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের বিকল্প জীবিকার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সবুজ ও জলবায়ু সহিষ্ণু ব্যবসায়িক উদ্যোগে প্রণোদনা দিতে হবে।

ধমর্ঘটে উপস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে। বাড়ছে সাইক্লোন, বজ্রপাত সহ আরো প্রাকৃতিক দুর্যোগ।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শহিদুল্লাহ খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙনের ফলে অসহায় হয়ে জীবন যাপন করছে হাজার হাজার পরিবার। গাছ কেটে বন ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা।

পিরোজপুর প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি খালিদ আবু বলেন,  জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রুণ।

জলবায়ু ধর্মঘটে পিরোজপুরের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম হাসানের সঞ্চালনায় এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন-পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পিরোজপুর টেকনিক্যাল বিজনেজ-ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ কাদিরুল মুকতাদির, পিরোজপুর জেলা অনলাইন জার্ণালিষ্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রক্তিম ঢালী।