কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 05:25 PM
Updated : 24 Sept 2019, 05:25 PM

কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম জানান, উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একজন হলেন সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে আব্দুল বারিক মিয়া (৪০)।

অন্য তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি এই সংঘর্ষ হয়। এতে বাসের বেশির ভাগ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত আট-দশজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান।

আহত আরও অনেককে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে একই স্থানে বিকালে অনন্যা সুপার পরিবহনের অন্য একটি ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারালে অন্তত ১০ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।