টঙ্গীতে ওষুধ কারখানায় আগ্নিকাণ্ড

গাজীপুরে ড্রাগ ইন্টান্যাশনাল নামে একটি ওষুধ কারখানার নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 02:15 PM
Updated : 24 Sept 2019, 02:15 PM
মঙ্গলবার বেলা দেড়টার দিকে টঙ্গীর আমতলী এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান।

তিনি বলেন, আগুন লেগে মুহূর্তেই নিচতলায় ছড়িযে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে কারখানার নির্বাহী পরিচালক (লজিস্টিক) শহিদুল ইসলাম বাদল বলেন, নির্মাণাধীন ভবনের নিচতলায় এসি, কার্টুন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ মজুদ করে রাখা হয়েছিল।

ঘটনার পর গাজীপুর সিটি পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) আহসান হাবিব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।