ফেনীতে ‘অপহৃত’ মাছ ব্যবসায়ী চট্টগ্রামে উদ্ধার

ফেনী থেকে অপহৃত এক মাছ ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 05:36 AM
Updated : 24 Sept 2019, 05:36 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, চট্টগ্রামের বারইয়ার হাট এলাকা থেকে সোমবার রাতে মীর হোসেনকে (৩২) তারা উদ্ধার করেন।

মীর হোসেনের ফেনী পৌরসভায় মাছের আড়ৎ রয়েছে। তাকে ফেনীর শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকা থেকে সোমবার দুপুরে অপহরণ করা হয় বলে র‌্যাব জানায়।  

এ ঘটনায় আটকরা হলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার বানিয়াখালী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজু উদ্দিন ও একই উপজেলার জোরালগঞ্জ থানার আজমনগর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. ফখরুদ্দিন।

র‌্যাব কর্মকর্তা জুনয়েদ বলেন, অপহরণকারীরা মীরের স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা এক লাখ টাকা দেয়। এরপরও মীরকে ফিরিয়ে না দেওয়ায় তার স্বজনরা ঘটনাটি র‌্যাবকে জানায়।

“পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মুক্তিপণের এক লাখ টাকাসহ মীর হোসেনকে উদ্ধার এবং অপহরণে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে।”   

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের ফেনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।