বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাগেরহাটে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। চাঁদা না দেওয়ায় একটি চক্র তাকে হত্যা করেছে বলে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2019, 05:17 PM
Updated : 23 Sept 2019, 06:13 PM

নিহত উত্তম বসু (৩২) জেলার ফকিরহাট উপজেলার আট্টাকী কুণ্ডুপাড়া গ্রামের অনীল বসুর ছেলে। এলাকায় তার একটি সার-কীটনাশকের দোকান ও মাছের খাবারের দোকান রয়েছে।

জেলার পুলিশ সুপার পংকজচন্দ্র রায় বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উত্তম প্রতিদিনের মতই দোকান বন্ধ করে হেঁটে কুণ্ডুপাড়ায় বাড়ি ফিরছিলেন।

প্রতীকী ছবি

“পথে ওত পেতে থাকা খুনি তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে চিকিৎসক অরিজুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ খুনি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

তবে এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, মাস চারেক আগে উত্তম বসুর কাছে স্থানীয় একটি চক্র পাঁচ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা না দেওয়ায় তারা উত্তমকে হত্যা করেছে বলে তাদের ধারণা। চক্রটি ফকিরহাট বাজারের আরও ১০-১২ জন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে বলেও দাবি করেছেন ওই ব্যবসায়ীরা।