সিলেটে বিএনপির সমাবেশের আগে ধরপাকড়ের অভিযোগ

সিলেটে বিএনপির মহাসমাবেশের আগে পুলিশে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2019, 10:01 AM
Updated : 23 Sept 2019, 10:18 AM

সোমবার দুপুরে সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশস্থল পরিদর্শন শেষে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন  সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ অভিযোগ করেন।

মঙ্গলবার সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ দেবার কথা রয়েছে।

এখনও পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহিদ বলেন, ‘‘সভা-সমাবেশ করা একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আশা করছি পুলিশ সিলেটে বিএনপির সমাবেশের অনুমতি দেবে।’’

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন উপজেলায় ধড়পাকড় শুরু করেছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘‘এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

“এমনকি সমাবেশে আসতে বাধা সৃষ্টি করতে বাস ও অন্যান্য যানবাহন মালিককে গাড়ি রাস্তায় বের না করারও কথা বলা হচ্ছে।’’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য এম এ হক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে  এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি।