শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু, জট কাটেনি

পলি জমে পদ্মার চ্যানেলে গভীরতা কমে যাওয়ায় এবং তীব্র স্রেতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি পথে প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সীমিত আকারে পারাপার শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 08:45 AM
Updated : 22 Sept 2019, 09:13 AM

তবে দুই ঘাটে এখনও চার শতাধিক গাড়ি আটকে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   

রোববার বেলা ১১টায় গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসির এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান।

নাব্যতা সঙ্কটের কারণে শনিবার রাত ৩টা থেকে এই পথে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাসির উদ্দিন বলেন, এই রুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে আটটি দিয়ে পারাপার শুরু করা হয়েছে। তবে চলমান ফেরিগুলো পুরো লোড নিয়ে চলতে পারছে না, কম লোড নিয়ে চলছে।

“সেই সঙ্গে চলছে ড্রেজিং। এর ফলে দুই পাড়ে চার শতাধিক গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে।”

এছাড়া ফেরি বন্ধ থাকায় লঞ্চ এবং স্পিডবোটে যাত্রীর চাপ বেড়েছে বলে জানান নাসির।

তিনি বলেন, সপ্তাহখানেক ধরেই এই নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। কিন্তু শনিবার ভোর রাতে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সঙ্কট মারাত্মক আকার ধারণ করে। চ্যানেলে ফেরি ঢুকতে পারছিল না। তাই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল।