হবিগঞ্জে ১১ বস্তা সরকারি চাল জব্দ

হবিগঞ্জে এক ব্যবসায়ীর দোকান থেকে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ভিজিডির ১১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 01:36 PM
Updated : 21 Sept 2019, 01:36 PM

শনিবার বিকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার দোকানে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমান খান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা এ চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইন্স্যু করা হয়।

“কিন্তু এ চাল কীভাবে বাজারে গেল তা এখন বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।”

পরে জব্দ করা চালগুলো ইউপি সদস্য কামাল মিয়ার জিম্মায় রাখা হয় বলে তিনি জানান।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, তিনি চাল বিতরণে ছিলেন না। চালগুলো কীভাবে বাজারে গেল তা তার জানা নেই।