দিনাজপুরে বিলে নৌকাডুবি, ৩ শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে একটি বিলে নৌকাডুবি হয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এবং এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 12:44 PM
Updated : 21 Sept 2019, 12:44 PM

শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলায় আশুরার বিলে এই নৌকাডুবি হয়।

মৃত তিন শিক্ষার্থী হলেন হাজী দানেশের ফিশারিজ অনুষদের ছাত্র মো. রাফি আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আসফাক দীপ্ত এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী ফারিয়া মৌমি। এদের তিনজনেরই বাড়ি দিনাজপুর শহরে।

এছাড়া হাজী দানেশের অপর দুই ছাত্র মনোয়ার হোসেন ও মাহফুজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. রাফি আহমেদ, আসফাক দীপ্ত, ফারিয়া মৌমি, মনোয়ার হোসেন ও মাহফুজ দুপুরে আশুরার বিলে নৌকা নিয়ে ঘুরতে যান।

“৩টার দিকে নৌকা উল্টে তারা ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফি, হাসনাত ও ফারিয়াকে মৃত ঘোষণা করেন।”

মনোয়ার হোসেন ও মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।