কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 11:14 AM
Updated : 21 Sept 2019, 11:37 AM

শনিবার দুপুর ২টার দিকে তারেক (১৮) নামে ওই ছাত্রের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন পরিবারের সদস্যরাসহ সিভিল সার্জন ডা. রওশন আরা।

নিহত তারেক দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং খলিশাকুন্ডি কলেজের একাদশ প্রথমবর্ষের ছাত্র।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে তারেক মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ছিল। তাকে শনিবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছিল।

“অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়।”

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া হাসপাতালসহ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৭২ জন চিকিৎসাধীন রয়েছে এবং এ যাবত চিকিৎসা নিয়েছে এক হাজার একশ’ দুইজন বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ ছাত্র তারেক গত শুক্রবার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার সকালে কুষ্টিয়া জেনালে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন   কর্তব্যরত চিকিৎসক।

“রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার কথা বলেন কুষ্টিয়া জেনারেল হাসাপতালের চিকিৎসক। 

“তারেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

এনিয়ে কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু ও কলেজ ছাত্রসহ ছয়জনের মৃত্যু হলো। এদের মধ্যে তিনজন দৌলতপুরে এবং তিনজন ভেড়ামারায়।