পঞ্চগড়ে এক বাড়ির ১০ জনকে অচেতন করে চুরি

পঞ্চগড়ে এক বাড়ির ১০ জনকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরির খবর দিয়েছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 11:10 AM
Updated : 21 Sept 2019, 11:10 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, শহরতলির পূর্ব তেলিপাড়া মহল্লায় মোছলেম উদ্দিনের বাড়ির এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে পরিবারের সদস্যদের বরাতে বলেন, মোছলেম উদ্দিনের বাড়িতে শুক্রবার রাতে তার বাবার কুলখানি অনুষ্ঠান হয়। এজন্য বাড়িতে তার আত্মীয়-স্বজন ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

“শনিবার সকালে বাড়ির সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন এবং ঘরের দরজা ভাঙা দেখতে পান মোছলেম। এক লাখ টাকা ও অতিথিদের মিলিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরির কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।”

চেতনানাশক ব্যবহার করে চুরি করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক সিরাজদ্দৌলা পলিন বলেন, “তাদের চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। এ কারণে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।”

২৪ ঘণ্টার মধ্যে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি জানান।