ময়মনসিংহে ব্যবসায়ীকে অপহরণ, নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক

ময়মনসিংহে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধারসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 09:33 AM
Updated : 21 Sept 2019, 10:32 AM

জেলার অতিরিক্তি পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে এই শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেন তারা।

আটকরা হলেন ওই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন এবং ময়মনসিংহ আনন্দমোহন কলজের ছাত্র জিহাদ হোসেন।

পুলিশ কর্মকর্তা নেওয়াজী বলেন, বুধবার ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড থেকে ফেরদৌস আহম্মেদ নামে এক পোশাক ব্যবসায়ীকে অচেতন করে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে তার পরিবারের কাছ পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।

“পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। ভালুকা থানার পুলিশ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করে। এ সময় আল আমিন ও ওই কিশোরকে আটক করা হয়।”

এ ঘটনায় ভালুকা থানায় একটি অপহরণ মামলা হয়েছ বলে তিনি জানান।