ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 07:05 AM
Updated : 21 Sept 2019, 07:16 AM

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা আক্তার (৬৫) নামে এই নারী মারা যান।

ফাতেমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। গত ১৩ সেপ্টম্বর রাতে জ্বর নিয়ে এই হাসপাতালের ১২ নাম্বার ওয়ার্ডে ভর্তি হন তিনি।

চিকিৎসক লক্ষ্মীনারায়ণ বলেন, “ডেঙ্গু আক্রান্ত ফাতেমার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।” 

এ বছর এ হাসপাতালে আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, আর বর্তমানে এ হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে একজন।