লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 04:18 AM
Updated : 21 Sept 2019, 08:38 AM

শনিবার ভোররাতে সদর উপজেলার শাকচরের ভোলা কমিশনারের ফিশারিজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলি জানায়।

নিহত আরিফ হোসেন শাকচর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।   

অটোরিকশা চালক আরিফ গত ৪/৫ দিন থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছে। পুলিশ বলছে, আরিফ ডাকাত দলের সদস্য।

সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া সাংবাদিকদের বলেন, “রাত আড়াইটার দিকে একদল ডাকাত সশস্ত্র অবস্থায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় যায়।

“এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসময় সদর থানার এসআই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানাও আহত হন বলে ওসি জানান।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধারের  কথাও জানিয়েছে পুলিশ।